বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ক্যামেরাগুলো হস্তান্তর করা হয়।
নীলফামারী চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও দি সৈয়দপুর বণিক সমিতির সদস্যরা এসব ক্যামেরা দেন।
এসময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা, দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর ও চেম্বার সদস্য এরশাদ হোসেন পাপ্পু, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোস্তফা, সদস্য মমতাজুল ইসলাম মিন্টু প্রমুখ।
সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর ও চেম্বার সদস্য এরশাদ হোসেন পাপ্পু বাংলানিউজকে জানান, আগামী শনিবার আরও ১৮টি সিসি ক্যামেরা পুলিশ প্রশাসনকে দেয়া হবে এবং ওইদিন থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে এসব সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণের কাজ শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
আরবি/