বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া অনলাইন রক্তদান সংগঠনের উদ্যোগে শহরের সাতমাথায় স্বেচ্ছায় রক্তদানে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর সংগঠনের নেতাকর্মীরা শহরের সাতমাথাসহ আশপাশের বিভিন্ন এলাকায় নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে রক্তদানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। শেষে ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।
কর্মসূচিতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন, বগুড়া অনলাইন রক্তদান সংগঠনের পরিচালক সোহেল রানা, সদস্য আদম, রাসেলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমবিএইচ/আরআর