ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কেরানীগঞ্জে এক ব্যক্তি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কেরানীগঞ্জে এক ব্যক্তি আটক

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে শাহ্‌ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন।

দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান ও একই সার্কেলের নাজির মো. মজিরুল হকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের নাজির মজিরুল হক বাংলানিউজকে বলেন, শাহ্ আলম পূর্ব বাঘৈর মৌজার একটি নামজারি পর্চা তৈরী করে অফিসে নিয়ে আসলে আমার স্বাক্ষর দেখে সন্দেহ হয়। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) স্যারকে জানালে তিনিও নিশ্চিত করেন তার স্বাক্ষরও নকল। পরে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তি স্বাক্ষর জালিয়াতি করে বড় ধরনের অন্যায় করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এ ঘটনায় নাজির মজিরুল হক বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযুক্ত ব্যক্তি আমাদের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।