বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তাকে কারাগার হাসপাতাল থেকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নাহিদুল সিংড়া উপজেলার কালিনগর গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।
নাটোর জেলা কারাগারের কর্তব্যরত জেলার আল আমিন দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাহিদুল অস্ত্র মামলার আসামি। তার মাথা ও শরীরে ক্ষতচিহ্ন ছিল। গত মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নাটোর আমলি আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোমিনুল ইসলামের আদেশে নাহিদুলকে কারাগারে নেওয়া হয়।
তিনি অসুস্থ থাকায় তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত ৩০ অক্টোবর তাকে রামেক থেকে ছাড়পত্র দেওয়া হয়।
সকালে নাহিদুলের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম ও ডেপুটি জেলার মো. তোফায়েল আহম্মেদ খানের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করা হয়।
জেলার আরও জানান, একই ঘটনায় হত্যা মামলার অপর আসামি রবিউল ইসলামকে (৩০) দুপুরে একই আদালতের মাধ্যমে জেলহাজতে নেওয়া হয়। কিন্তু গুরুতর অসুস্থ থাকায় তাকেও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খাইরুজ্জামান বাংলানিউজকে জানান, গত ১৭ অক্টোবর দুপুর পৌনে ১টার সময় চুরি সংক্রান্ত টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় উপজেলার দরিমহিষমারি (বিলদহর) গ্রামের মো. নেকবর আলীর ছেলে হামিদুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হন। এসময় রবিউল ও নাহিদুল গুলিবিদ্ধ হন। এই ঘটনায় সিংড়া থানায় হত্যা মামলা ও অস্ত্র মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
আরআর