বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দিপু মিয়া বাইমাইল মধ্যেপাড়া এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে।
স্থানীয় কাউন্সিলর মো. আব্বাছ উদ্দিন খোকন জানান, বুধবার (০১ নভেম্বর) দুপুরে বাইমাইল এলাকায় একটি বিলে দিপু মিয়াসহ চার কিশোর মাছ ধরতে যায়। এক পর্যায়ে তিন কিশোর সাঁতার কেটে পাড়ে ওঠাতে পাড়লেও দিপু তলিয়ে যায়। এসময় ওই তিন কিশোর অনেক খোঁজাখুজি করে না পেয়ে দিপুর পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুজি করে না পেয়ে রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে ডুবুরি দল রাতে তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার দুপুরে ফের অভিযান চালিয়ে বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই বলেও জানান আব্বাছ উদ্দিন খোকন।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
আরএস/ওএইচ/