বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে শহরের রোমেনা আফাজ সড়কের জলেশ্বরীতলায় অবস্থিত বহুতল একটি ভবনে এ সেন্টারের উদ্বোধন করা হয়।
জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক সমাজ বিজ্ঞানী আশরাফুল হক তুহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্সের পরিচালক আবুল কালাম আজাদ, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা, সাধারণ সম্পাদক অ্যাডোনিস বাবু তালুকদার, সাবেক সভাপতি সাইফুল ইসলাম রোলা প্রমুখ।
এসময় প্রতিষ্ঠানের অপর চার প্রতিষ্ঠাতা পরিচালক কৃষিবিদ শাহীন হোসেন, ব্যবসায়ী প্রদীপ কুমার প্রসাদ, চিকিৎসক ডা. আকতারুল হুদা সাঈদ ও শিক্ষক গোলাম মওলা সোহাগ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমবিএইচ/এএটি