ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নিকলীতে জলমহাল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
নিকলীতে জলমহাল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় জলমহালকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

গুলিবিদ্ধরা হলেন-উপজেলার নোয়াপাড়া গ্রামের পছন্দ আলীর ছেলে বাচ্চু মিয়া (৪৫), হোসেন আলীর ছেলে এরুক মিয়া (২৫), রেস্টু মিয়ার ছেলে রাব্বী মিয়া (১৫), গোলাম হোসেনের ছেলে আব্দুল বারিক (৪৫), নজরুল হকের ছেলে নাজমুল (২৩) ও আবদুর রহমানের ছেলে মেনু মিয়া (২৩)।

 

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে লোকজন দিয়ে নোয়াপাড়ার সাকিদুয়ার বিলে পাটিবাঁধ দেয়ার করাচ্ছিলেন ইজারাদার মতি মিয়া। এ বাঁধ দিলে আশেপাশের শত শত একর জমিতে পানি সেচ দেয়া যাবে না। তাই বাঁধ দেয়া নিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে মতি মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কৃষক নেতা মইজ উদ্দিন ও তার লোকজন পাটিবাঁধ দিতে বাধা দিলে মতির লোকজনের তাদের সংঘর্ষ বেধে যায়। এসময় মতির লোকজন তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ওই ছয়জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।  

বিকেলে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঞা বাংলানিউজকে জানান, সংর্ঘষের খবর পেয়ে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।