ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কাতালোনিয়া ক্রাইসিস স্পেনের অভ্যন্তরীণ বিষয়: বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
কাতালোনিয়া ক্রাইসিস স্পেনের অভ্যন্তরীণ বিষয়: বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার পর কাতালানদের উল্লাস।

ঢাকা: কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণাকে স্পেনের অভ্যন্তরীণ বিষয় মনে করছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও স্পেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পরস্পরের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রেখে উভয় দেশের সহযোগিতামূলক বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরো দৃঢ় হবে বলেই মনে করে বাংলাদেশ।

বন্ধু রাষ্ট্র হিসেবে স্পেনের অভ্যন্তরীণ বিষয়ে ‍নাক গলানোর কোনো ইচ্ছাই বাংলাদেশের নেই। তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

সংবিধানের মূলনীতি অনুযায়ী, ভৌগলিক অখণ্ডতা রক্ষায় স্পেন সরকারের নেওয়া সব শান্তিপূর্ণ উদ্যোগকেও শ্রদ্ধার সঙ্গেই দেখবে বাংলাদেশ। দেশটি সব নাগরিকের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে বাংলাদেশের তরফে আশা করা হচ্ছে।

সম্প্রতি গণভোটের মাধ্যমে কাতালোনিয়ার পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করলে সংবিধান অনুযায়ী কেন্দ্রের শাসন জারি করে কেন্দ্র। এরইমধ্যে ইউরোপের দেশগুলো কাতালোনিয়াকের স্বীকৃতি দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।