ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেন্দিগঞ্জে ১০ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
মেহেন্দিগঞ্জে ১০ মণ জাটকা জব্দ মেহেন্দিগঞ্জে ১০ মণ জাটকা জব্দ

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের কালা বদর নদীতে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে সিজি স্টেশন কালীগঞ্জের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে এ জাটকাগুলো জব্দ করা হয়।

সকালে জব্দ করা ঝাটকা উপজেলা মৎস অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

দুপুরের দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।