বৃহস্পতিবার (০২ নভেম্বর) বেলা ১২ টার দিকে ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা ছাত্রফ্রন্টের সভাপতি রাধা রানী বর্মণের সভাপতিত্বে কমসূচিতে বক্তব্য দেন- জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, ছাত্রফ্রন্টের জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, ছাত্রফ্রন্ট নেতা ধনঞ্জয় বর্মণ, মুক্তা আক্তার মীম, বিকাশ রায়, আব্দুল মোমিন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সারাদেশে একের পর এক শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনার কোনো বিচার হচ্ছে না। কিছু ঘটনায় নামমাত্র গ্রেফতার করা হলেও শেষ অবধি ফলাফল শূন্য। বিচারহীনতার কারণে বগুড়া ও নওগাঁয় শিক্ষকদের হাতুড়িপেটা লাঞ্ছনার শিকার হতে হয়েছে।
তাই অবিলম্বে এসব ঘটনায় দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমবিএইচ/এমএ