বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ১১টায় তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, মণিপুরী রাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ ও মণিপুরী সম্প্রাদায়ের নেতারা।
উৎসব উদযাপন কমিটি সূত্রে জানা যায়, উৎসবের প্রথম দিন সকালে মণিপুরীদের নিজস্ব পোশাকে ব্যতিক্রমী আনন্দ শোভাযাত্রা ও বিকেলে হোলি উৎসব। দ্বিতীয় দিন দুপুরে বেনিরাস ও সন্ধ্যায় কৃতী মণিপুরী সন্তানদের সম্মাননা। মূল উৎসব শেষ দিন দুপুর ও রাতে। দুপুরে রাখাল ও কৃষ্ণের বাল্যলীলা অনুস্মরণে গোধূলি পর্যন্ত চলবে রাখাল নৃত্য। সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর রাতে শুরু হবে রাসনৃত্য। চলবে পরের দিন ভোর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
বিবিবি/এএ