ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

উৎপলের খোঁজ দাবিতে ডিআরইউতে প্রতিদিন মানবন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
উৎপলের খোঁজ দাবিতে ডিআরইউতে প্রতিদিন মানবন্ধন ডিআরইউ-এর সামনে মানবন্ধন

ঢাকা: নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান না পাওয়া পর্যন্ত প্রতিদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ডিআরইউ-এর সামনে মানবন্ধন চলাকালে এ ঘোষণা দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

সাংবাদিক নেতারা জানান, নিখোঁজ উৎপল দাসকে খুঁজে বের করে দেওয়া সরকারের দায়িত্ব।

নিখোঁজের এতদিন পরও তার কোনো খোঁজ দিতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাংবাদিক সমাজ উৎপল দাসকে ফিরে পেতে মানবন্ধন কর্মসূচি অব্যাহত রাখবে। নিখোঁজের সন্ধান দাবিতে অন্য কোন কর্মসূচি না থাকলে প্রতিদিন দপুরে ডিআরইউ-এর সামনে মানবন্ধন করবেন সাংবাদিকরা।

মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএফইউজের সাবেক মহাসচিব মোল্লা জালাল, বিএফইউজের নেতা জাফর ওয়াজেদ, সাংবাদিক নেতা খায়রুজ্জামান কামাল, বিএফইউজের জয়েন্ট সেক্রেটারি পুলক ঘটক, ক্যাবের ভাইস প্রেসিডেন্ট সাব্বির মাহমুদ, ডিআরইই-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ডিআরএইউরএর সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, ডিআরইউ এর সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।