ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকাটা জরুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ব্যবসায় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকাটা জরুরি বক্তব্য রাখছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি

নীলফামারী: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, প্রশিক্ষণের বিকল্প নেই। আর ব্যবসা-বাণিজ্যে প্রশিক্ষণ নিয়ে শুরু করলে ভবিষ্যৎ উজ্বল। সে কারণে ব্যবসা-বাণিজ্যে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকাটা জরুরি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ব্যবসা শুরু বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় মন্ত্রী এ কথা বলেন।  

এসএমই ফাউন্ডেশনের আয়োজনে নীলফামারী শিল্পকলা একাডেমিতে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান।  

এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন-এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।