ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে ভূমিকা রাখছে সিডব্লিউপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে ভূমিকা রাখছে সিডব্লিউপি সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে ভূমিকা রাখছে সিডব্লিউপি

ঢাকা: সংসদ ও নীতি নির্ধারণী কর্মকাণ্ডে অন্ততপক্ষে ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানস (সিডব্লিউপি) সংগ্রাম করছে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারপারসন ও মালয়েশিয়া সংসদের সদস্য ড. দাতো নোরাইনি আহমেদ। 

তিনি বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধিত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিডব্লিউপি।
 
বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে হোটেল রেডিসন ব্লু’তে ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দিনের বৈঠকে সিডব্লিউপি’র কনফারেন্স শেষে একথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিডব্লিউপি’র সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ও সংরক্ষিত সংসদ সদস্য ফজিলাতুন নেছা বাপ্পী।

সম্মেলন থেকে আগামী তিন বছরের জন্য সিডব্লিউপি’র চেয়ারপারসন নির্বাচিত হন মালয়েশিয়ার এই সংসদ সদস্য। এজন্য ২০১৭-১৯ সাল পর্যন্ত একটি কর্মকৌশলও ঠিক করেছেন তিনি।
 
দাতো নোরাইনি বলেন, নারীদের মধ্যে যারা সরাসরি ভোটে নির্বাচিত হন তাদের উৎসাহিত করতে সিডব্লিউপি ভূমিকা রাখছে। আমাদের লক্ষ্যমাত্রা সিপিএভুক্ত দেশগুলোর সংসদে কমপক্ষে ৩০ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিত করা। সেজন্য নারী সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে নারী অংশগ্রহণ নিশ্চিতকল্পে সিপিএ বিভিন্ন ‘রোড শো’ করেছে।
 
তিনি বলেন, উন্নয়নের মূল ধারায় নারীদের অন্তর্ভুক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন তাদের মতামতের গুরুত্ব দেওয়া হয় সে বিষয়টি নিয়ে কনফারেন্সে আলোচনা হয়েছে।
 
তিন বছর মেয়াদী কর্মপরিকল্পা তুলে ধরতে গিয়ে অনেকটা হতাশা প্রকাশ করে এই নারী সংসদ সদস্য বলেন, দুঃখজনক হলেও সত্যি সিপিএভুক্ত ১২টি দেশের সংসদে একজনও নারী প্রতিনিধিত্ব নেই। আমরা চাই সিপিএভুক্ত দেশগুলোতে অন্ততপক্ষে ৩০ শতাংশ নারী প্রতিনিধিত্ব থাকুক।
 
নারীর ক্ষমতায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে বলেন, আমি অনুভব করি একজন নারী, প্রথমে মা, মেয়ে, এরপর স্ত্রী, তারপর সে সংসদ সদস্য। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেই আসতে হয়।  
 
১৯৮৯ সালে কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানস গঠিত হয়। এরপর ২০০৪ সালে সংগঠনটি সিপিএ’র সঙ্গে যুক্ত হয়। সিপিএভুক্ত ৫২টি দেশের ১৮০টি সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধিতে কাজ করছে সংগঠনটি।
 
সিডব্লিউপি’র সভাপতি সাগুফতা ইয়াসমিন বলেন, সিপিএভুক্ত দেশগুলোর সংসদে ও নীতি নির্ধারণী কর্মকাণ্ডে এবং আইন প্রণয়নের জায়গায় আরো বেশি সংখ্যক নারীদের নিয়ে আসার জন্য কাজ করছে সিডব্লিউপি। আমাদের মনে রাখতে হবে পৃথীবির অর্ধেক জনগোষ্ঠি নারী। তাদের উন্নয়নের মূলস্রোতের বাইরে রেখে কোনো ভাবেই অগ্রগতি সম্ভব নয়।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।