বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে কোতয়ালি থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়। আটক শাকিল নগরীর বাবুখাঁর গফুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বেশ কিছুদিন থেকে মোবাইল চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। বুধবার (১ নভেম্বর) গভীর রাতে নগরীর বাবুখাঁ এলাকা থেকে কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ ও ফেরদৌসের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সাতটি চুরির মোবাইলসহ শাকিলকে আটক করা হয়। সে দীর্ঘদিন থেকে নগরীর বিভিন্ন যায়গায় মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছিলো।
রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ‘আমি রংপুরে নতুন এসেছি। রংপুরে যেসব ছিনতাইকারী, চোর ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত তাদের শিগগিরিই আইনের আওতায় আনার চেষ্টা করবো’।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
জিপি