বৃহস্পতিবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নেজামপুর ইউনিয়ন নারী উন্নয়ন সংস্থা নামে একটি সমিতির সভানেত্রী মর্জিনা বাসকি বাংলানিউজকে বলেন, ইউনিয়ন ভিত্তিক নাচোল নারী উন্নয়ন সংস্থা ও উপজেলা ভিত্তিক একটি ফেডারেশন নামে দু’টি সমিতির নিবন্ধন করার জন্য পাঁচ মাস ধরে আমরা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারকে অনুরোধ করে আসছি।
অভিযোগ অস্বীকার করে নাচোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার বলেন, তারাই আমাকে মারধর করে ওড়না খুলে নিয়েছে। আমার চশমাও ভেঙে ফেলেছে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেবো।
নাচোল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নাজমুল হক বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার নারী উন্নয়ন সংস্থার সদস্যদের নিবন্ধনের আবেদন গ্রহণ করার কথা ছিল। কিন্তু সদস্যরা দাবি করেন যে আবেদনপত্র মহিলা বিষয়ক কর্মকর্তাকেই গ্রহণ করতে হবে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নারী সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের ওই কর্মকর্তার কক্ষ থেকে বের হয়ে আসতে দেখি।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এনটি