ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নাচোল মহিলা বিষয়ক অধিদপ্তরে ৪ নারীকে মারধরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
নাচোল মহিলা বিষয়ক অধিদপ্তরে ৪ নারীকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে অফিস স্টাফ দিয়ে চার নারীকে পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নেজামপুর ইউনিয়ন নারী উন্নয়ন সংস্থা নামে একটি সমিতির সভানেত্রী মর্জিনা বাসকি বাংলানিউজকে বলেন, ইউনিয়ন ভিত্তিক নাচোল নারী উন্নয়ন সংস্থা ও উপজেলা ভিত্তিক একটি ফেডারেশন নামে দু’টি সমিতির নিবন্ধন করার জন্য পাঁচ মাস ধরে আমরা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারকে অনুরোধ করে আসছি।

কিন্তু তিনি নিবন্ধন করে দিচ্ছেন না। দুই দিন আগে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানকে জানানো হয়। বৃহস্পতিবার আমরা নারী উন্নয়ন সংস্থার দুই শতাধিক সদস্যসহ নিবন্ধন করার জন্য আবারও মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে যাই। কিন্তু তিনি আমাদের সহযোগিতা না করে চরম দুর্ব্যবহার ও অপদস্থ করেন। এর প্রতিবাদ করলে তিনি অফিস স্টাফ দিয়ে আমাদের মারধর করিয়ে অফিস থেকে বের করে দেন।

অভিযোগ অস্বীকার করে নাচোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার বলেন, তারাই আমাকে মারধর করে ওড়না খুলে নিয়েছে। আমার চশমাও ভেঙে ফেলেছে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেবো।

নাচোল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নাজমুল হক বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার নারী উন্নয়ন সংস্থার সদস্যদের নিবন্ধনের আবেদন গ্রহণ করার কথা ছিল। কিন্তু সদস্যরা দাবি করেন যে আবেদনপত্র মহিলা বিষয়ক কর্মকর্তাকেই গ্রহণ করতে হবে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নারী সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের ওই কর্মকর্তার কক্ষ থেকে বের হয়ে আসতে দেখি।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।