বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বানুর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের কান্দিভিটা পূর্বপাড়া মহল্লার রইস উদ্দিনের ছেলে মো. স্বদেশ (২৮) ও একই মহল্লার মৃত তফিজ উদ্দিনের ছেলে মো. আব্দুল আজিজ (৪৮)।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. আলমগীর পাশা বাংলানিউজকে জানান, বিকেলে ইউএনও’র নেতৃত্বে শহরের কান্দিভিটা পূর্বপাড়া মহল্লায় অভিযান চালানো হয়। এসময় ১০ পিস ইয়াবাসহ স্বদেশকে ও ৫০ গ্রাম গাঁজাসহ আজিজকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্বদেশকে তিন মাস ও আজিজকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
আরবি/