ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বন্যায় একটি মানুষও আশ্রয়হীন ছিলো না

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
বন্যায় একটি মানুষও আশ্রয়হীন ছিলো না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, এ বছর দীর্ঘ মেয়াদী ও বিস্তীর্ণ এলাকায় বন্যা হলেও একটি মানুষও খাদ্য ও আশ্রয়হীন ছিলো না। সরকার সফলভাবে এ পরিস্থিতি মোকাবেলা করেছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আলী আহমেদ মিয়া বহুমুখী কলেজে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এখনো ত্রাণ তৎপরতা ও পুনর্বাসন কাজ অব্যাহত রয়েছে।

বন্যাপ্রবণ এলাকায় নতুন নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ ও ঝুঁকিপূর্ণ এলাকার ঘরবাড়ি উঁচু করে দিচ্ছে সরকার। এছাড়া বন্যার পানি যাতে দ্রুত নেমে যেতে পারে সেজন্য সরকার গুরুত্বপূর্ণ নদীগুলো ড্রেজিং করার উদ্যোগ নিয়েছে।

তার্কিশ আন্তর্জাতিক সহায়তা ও সমন্বয় সংস্থার (টিকা) সমন্বয়কারী আহমেদ রেফিক ছেটিংকায়া, উপ সমন্বয়কারী শেরিফ ইউতুর্ক, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইফতেখার হোসেন, জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন নাহার, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন ভূইঁয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারের জন্য ৩০০ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে তুরস্ক। টিকা’র মাধ্যমে এসব ত্রাণ পাঠিয়েছে তারা। তাদের পাঠানো ১০ হাজার প্যাকেটের প্রতিটিতে ২০ কেজি করে চাল, পাঁচ কেজি করে ডাল, দুই লিটার করে তেল, দুই কেজি করে চিনি এবং এক কেজি করে লবন রয়েছে।

৩০০ মেট্রিক টন ত্রাণের মধ্যে লালমনিরহাটে ৯০ টন, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, গাইবান্দা ও মানিকগঞ্জে ৩০ টন করে এবং চাঁদপুরে ৬০ টন ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।