বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে শহরের নওহাটার নতুন গরুহাটি এলাকায় এ জলাধার নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ মুক্তিযুদ্ধা আতিউর রহমান আতিক।
পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে আয়োজিত
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, পৌর প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুল, কাউন্সিলর নজরুল ইসলাম ও মাহমুদা ইয়াসমিন ডলি, সমাজসেবক মজিবর রহমান মাস্টার, আওয়ামী লীগ নেতা আলামিন বাদশা প্রমুখ।
এ সময় শেরপুর পৌরসভার প্যানেল মেয়র-২ তৌহিদুর রহমান বিদ্যুৎ, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, জনস্বাস্থ বিভাগের সহকারী প্রকৌশলী নিজামুল ইসলাম, পানি শাখার সহকারী প্রকৌশলী রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল হাসেম, উপদেষ্টা মুক্তিযোদ্ধা হযরত আলী, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন ও স্থানীয় কাউন্সিলর আমির হোসাইন বাদশা তালুকদারসহ অন্যান্য পৌর কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এডিবি’র ৭ কোটি ৮ লাখ টাকার অর্থায়নে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (ইউজিআইআইপি-৩) প্রকল্পের আওতায় ওভারহেড ট্যাংকি নির্মাণের পাশাপাশি উৎপাদক নলকূপ, পাইপলাইন ও গৃহসংযোগ স্থাপন করা হবে। এক বছর মেয়াদী ওই প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রাথমিক পর্যায়ে শহরের আরও ৫০০ গ্রাহককে পানিসেবা দেয়ার সুযোগ সৃষ্টি হবে এবং পরবর্তীতে তা ১ হাজার গ্রাহকসেবায় উন্নীত করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ