ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদক পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যানসহ ৪ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
মাদক পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যানসহ ৪ জনকে জরিমানা পরিবর্তন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র

নেত্রকোনা: ইয়াবা ও হেরোইন সেবনের দায়ে নেত্রকোনা শহরের পরিবর্তন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মাসুদ ঠাকুর রুবেলসহ (৩৮) চার জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় এ জরিমানা করেন। রুবেল শহরের জয়নগর এলাকার দুলাল মিয়ার ছেলে।

অন্যরা হলেন- জয়নগর এলাকার আব্দুল গফুরের ছেলে আমিরুল (৩৫), সাতপাই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. বাপ্পি মিয়া (৪২) ও কুড়পাড় এলাকার মিন্টু মিয়ার ছেলে রতন মিয়া (৩৫)।


নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন বাংলানিউজকে বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক নাজমুল হাসানের নেতৃত্বে তাদের মাদক সেবন করা অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম আশরাফুল আলম বাংলানিউজে জানান, পরিবর্তন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রটির লাইসেন্স নিয়ে অভিযোগ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নির্দেশে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ওই পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যানসহ চার জনকে আটক করে।

তারা শুধু মাদক সেবনই করেন না, তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করারও রয়েছে অভিযোগ বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।