ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে খুন হওয়া ৪ জনের ময়নাতদন্ত সম্পন্ন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
রাজধানীতে খুন হওয়া ৪ জনের ময়নাতদন্ত সম্পন্ন  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কাকরাইলে ও মধ্যবাড্ডায় খুন হওয়া মা-ছেলে এবং বাবা-মেয়ের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তাদের ময়নাতদন্ত করা হয়।  

ময়নাতদন্ত শেষে ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, কাকরাইলে নিজ বাসায় নিহত শামসুন্নাহার করিমের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপ রয়েছে।

যার একটি ফুসফুস (লাংস) ভেদ করেছে। এতে অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়।  

আর তার ছেলে শাওনের বুকে ধারালো অস্ত্রের দু’টি আঘাত রয়েছে।  

এদিকে মধ্যবাড্ডা হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ এলাকায় গাড়িচালক জামিল হোসেনকে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানান ডা. সোহেল মাহমুদ।  

তিনি বলেন, মাথার হাড় ভেঙে ব্রেনে আঘাতে লাগে জামিলের। এতেই তার মৃত্যু হয়। আর তার মেয়ে নুসরাতকে নাকে-মুখে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।  

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় কাকরাইলের একটি বাড়িতে জবাই করে হত্যা করা হয় শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯)।  এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গৃহকর্তা আবদুল করিমের তৃতীয় স্ত্রী শারমিন মুক্তাকে আটক করেছে পুলিশ।  
 
এর ১২ ঘণ্টার মধ্যেই রাজধানীর মধ্যবাড্ডার ময়নারবাগে নিজ ঘরে খুন হন গাড়িচালক জামিল হোসেন ও তার ন’বছর বয়সী মেয়ে নুসরাত।  

এ ঘটনায় জামিলের স্ত্রী আরজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।