ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রক্তদাতা দিবসে ময়মনসিংহে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
রক্তদাতা দিবসে ময়মনসিংহে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ‘ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’ আয়োজনে ময়মনসিংহে রক্তদান কর্মসূচি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে ময়মনসিংহে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রক্তদাতাদের সংগঠন ‘ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’ আয়োজনে বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর জয়নুল উদ্যানের ১ নম্বর গেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় ও পার্কে আগতের মধ্যে রক্তদানের উপকারিতা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।



সংগঠনের সভাপতি মমিনুর রহমান প্লাবন, সহ-সভাপতি মাজহার রক্সি, সৈয়দ মোস্তাফিজুর রহমান, মিঠুন সরকার মিঠু, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেনসহ অর্ধ-শতাধিক সদস্য কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।