ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জেএসসি: বরিশাল বোর্ডে অনুপস্থিত সাড়ে ৩ হাজার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
জেএসসি: বরিশাল বোর্ডে অনুপস্থিত সাড়ে ৩ হাজার 

বরিশাল: জেএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্রে বরিশাল শিক্ষা বোর্ডের ১৭২  টি কেন্দ্রে ৩ হাজার ৩৯৪জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি জানান, দ্বিতীয়দিন বরিশাল জেলায় ৯৯৩ জন, ঝালকাঠি জেলায় ৩২৪ জন, পিরোজপুর জেলায় ৩৮৫ জন, পটুয়াখালী জেলায় ৬০৮ জন, বরগুনায় ৩৭৪ জন এবং ভোলা জেলায় ৭১০ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 

এর আগে বাংলা প্রথমপত্রে ৩ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানান প্রফেসর আনোয়ারুল আজিম।

এবার বরিশাল শিক্ষা বোর্ডে ১ লাখ ২১ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।