বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে জিয়াউল হক তার হাসপাতালে যান।
সূত্রে জানা গেছে, ওই হাসপাতালের মালিকানা নিয়ে সাদাত ও জিয়াউলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। একপর্যায়ে সাদাত অবৈধভাবে হাসপাতালের শেয়ার বিক্রি করে দেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে মামলা করেন জিয়াউল। এ মামলায় জিয়াউলের পক্ষে রায় ঘোষণা করেন আদালত।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ