ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল মালিককে মারধরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল মালিককে মারধরের অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন কাচারীর প্যানোসিয়া গ্র্যান্ড হাসপাতালের মালিক জিয়াউল হককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে জিয়াউল হক তার হাসপাতালে যান।

এসময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খান সাদাত তার সহযোগিদের নিয়ে জিয়াউলের উপর অতর্কিত হামলা করে ওটিতে আটকে রেখে মারধর করেন। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিয়াউলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

সূত্রে জানা গেছে, ওই হাসপাতালের মালিকানা নিয়ে সাদাত ও জিয়াউলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। একপর্যায়ে সাদাত অবৈধভাবে হাসপাতালের শেয়ার বিক্রি করে দেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে মামলা করেন জিয়াউল। এ মামলায় জিয়াউলের পক্ষে রায় ঘোষণা করেন আদালত।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।