শনিবার (০৪ নভেম্বর) দুপুরে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি গাজীপুর সদর উপজেলার সাইন বোর্ড এলাকার কামাল উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের জন্য শুক্রবার বিকেলে খালিশাকোটাল সীমান্ত এলাকায় নিয়ে আসে পাচারকারীরা। বিষয়টি জানাজানি হলে ওই নারীকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য এরশাদুল হকের বাড়িতে রাখেন স্থানীয়রা।
পরে রাতেই গাজীপুরে ফাতেমা খাতুনের পরিবারের কাছে খবর দেওয়া হয়।
ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে উদ্ধার নারীর বড়ভাই ও পরিবারের অন্য সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এফইএস/বিএস