ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উপজেলা শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা পেলেন অ্যাডভোকেট সেলিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
উপজেলা শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা পেলেন অ্যাডভোকেট সেলিম সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেছেন ইমদাদুল হক সেলিম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা পেয়েছেন উপজেলার কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম। 

শনিবার (০৪ নভেম্বর) দুপুরে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। ইমদাদুল হক সেলিম সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের ছেলে।

এ সময়  উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার, উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।

এরআগে সমবায় দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালির নেতৃত্ব দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।