ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসচাপায় শিশুপুত্রসহ সেনাসদস্য নিহত, স্ত্রী আহত

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
বগুড়ায় বাসচাপায় শিশুপুত্রসহ সেনাসদস্য নিহত, স্ত্রী আহত

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুপুত্রসহ নিহত হয়েছেন মো. নজরুল ইসলাম নামের বাংলাদেশে সেনাবাহিনীর এক কর্পোরাল। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নিগার সুলতানা হীরা (২৪)।  

আশঙ্কাজনক অবস্থায় নিগার সুলতানা বর্তমানে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নিহত সেনাসদস্য নজরুল ইসলাম মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরের মৃত নকিব উদ্দিনের পুত্র।

শনিবার (০৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের টিএমএসএস ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বিকেলে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন রশিদ চৌধুরী বাংলানিউজকে হতাহতদের পরিচয় নিশ্চিত করেন।

এসআই হুমায়ন জানান, পরিবার নিয়ে মোটরসাইকেল যোগে কর্পোরাল নজরুল ইসলাম বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী এসআর ট্রাভেলসের একটি এসি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সাড়ে তিন বছর বয়সী শিশুপুত্র রফিউল ইসলাম নাফিসহ ঘটনাস্থলেই মারা যান নজরুল।

স্ত্রী নিগার সুলতানা হীরাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে মহাসড়কের শেরপুর এলাকা থেকে শেরপুর থানা পুলিশের সহযোগিতায় ঘাতক বাসটিকে আটক করা হয়। তবে চালক ও চালকের সহকারীর ব্যাপারে নিশ্চিত কোন তথ্য দিতে পারেননি এসআই হুমায়ন রশিদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ০৪ ৩১, ২০১৭
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।