শনিবার (০৪ নভেম্বর) দুপুরে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার (০৩ নভেম্বর) গভীর রাতে প্রাইভেট কারসহ (চট্টগ্রাম মেট্রো-ভ-০২-০৮২৬) গাজাগুলো জব্দ করে।
‘ওই সময় গাড়ির চালক দূরে প্রাইভেট কারটি থামিয়ে অন্য একটি বাসে করে পালিয়ে যাওয়ায় তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ’
পরে প্রাইভেট কারে তল্লাশি করে ১ মণ ৮ কেজি গাঁজা উদ্বার করা হয়। এ ঘটনায় থানায় অজ্ঞাত পরিচয়ে ওই কার চালকসহ ৩/৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জব্দ করা গাঁজা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানান ওসি মেহেদী হাসান।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসএস/এমএ