শনিবার (০৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি স্টেডিয়াম মাঠে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার সাংস্কৃতিক কর্মীদের নিয়ে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সংসদ সদস্য শামছুল আলম দুদুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান, সাংস্কৃতিক উৎসব কমিটির সদস্য সচিব পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব ও ধরিত্রী বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন আর রশিদ।
তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের মূল লক্ষ্য সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানটি চলবে সোমবার (০৬ নভেম্বর) পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এনটি