ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় চুনারুঘাট উন্নয়ন ফোরাম গঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
ঢাকায় চুনারুঘাট উন্নয়ন ফোরাম গঠিত সেগুন রেস্তোরাঁয় ঢাকায় বসবাসকারী চুনারুঘাটবাসী

ঢাকা: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ‘চুনারুঘাট উন্নয়ন ফোরাম’ নামে ঢাকায় একটি নতুন সংগঠন গঠন করা হয়েছে। 

শনিবার (০৪ নভেম্বর) বিকেলে সংগঠনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার সেগুন রেস্তোরাঁয় ঢাকায় বসবাসকারী চুনারুঘাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী আজিজুর রহমান। সভায় সবার সম্মতিতে ৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। একই সঙ্গে গঠন করা হয় ফোরামের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি।  

উপদেষ্টা কমিটিতে রয়েছেন- বিচারপতি মো. আব্দুল হাই (প্রধান উপদেষ্টা), মো. সফিকুল হক চৌধুরী, প্রকৌশলী আজিজুর রহমান, শামসুজ্জামান লাল মিয়া ও অ্যাড. ইকবাল আহমেদ সালেহ (উপদেষ্টা)।

আর আহ্বায়ক কমিটিতে রয়েছেন- মো. সফিকুল ইসলাম লুতু (আহ্বায়ক), ব্যারিস্টার সায়েদুল হক সুমন, রিপন কবীর লস্কর (যুগ্ম আহ্বায়ক), ইবনে জামান শামছু (সদস্য সচিব)।  

আর আব্দুল আউয়াল ছিতু, মতিউল হক মতি, সিরাজুল ইসলাম শামীম, সৈয়দ কামাল উদ্দিন, অ্যাডভোকেট মোস্তাক আহমেদ, সাংবাদিক বেনু সূত্রধর, অ্যাডভোকেট রেবা মোল্লা, মুজাহিদ খান, ফরিদ আহমেদ, শফিকুল ইসলাম সজল, সুবীর দেব, আশরাফ সিদ্দিকী, অনিক রায়হান, মো. কামরুল হাসান চৌধুরী, আব্দুর রহিম, জুনেদ আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট আসাদুজ্জামান তরফদার রুপন, এখলাছ মিয়া তালুকদার ও আব্দুল মালেককে সদস্য করা হয়েছে।  

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরামটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এটি কোনো সংগঠনের অঙ্গসংগঠন নয়। ফোরামটি জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে নিয়োজিত থাকবে।

চুনারুঘাট উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নের লক্ষ্যে ফোরামটি সমাজসেবামূলক ও সামাজিক সংগঠন এবং জনপ্রতিনিধিদের সহযোগী হিসেবে কাজ
করবে বলে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।