শনিবার (৪ নভেম্বর) পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির জেলেদের উপস্থিতিতে এ আদেশ দেন। এর আগে শনিবার সকালে বিষখালী নদীর নলী এলাকায় এ অভিযান পরিচালনা করে পাথরঘাটা থানা পুলিশ।
কারাদণ্ডের আদেশপ্রাপ্ত জেলেরা হলেন-ইব্রাহীম (২৫), কাওছার (২৪), ইমরান (২০), সবুজ (২১), রফিক (২০), পারভেজ (২১), সবুজ চৌকিদার (২০), নেছার (২৪), রুবেল (২৩), নাসির ফরাজি (২৪), জলিল রাড়ী (২৮), মনিরুল (৩৫), মো. নেছার হাওলাদার (২১) ও জাকারিয়া (৩০)।
জরিমানাপ্রাপ্ত জেলেরা হলেন-ইব্রাহীম খলিল (৪০), কাদের ফকির (৫৪), মতিয়র রহমান (৪৫), সুলতান (৫৫), শাহ আলম (৬০), রাজ্জাক তালুকদার (৫৮), দুলাল (৫৫), শরাফত আলী (৭৫), আব্দুর রশিদ (৭৫), মজনু খান (৫৫) ও রশিদ হাওলাদার (৬০)। এদের সবার বাড়ি বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, বিষখালী নদীতে অভিযান চালিয়ে দু’টি ট্রলার, ২৫ মণ জাটকা ও ৫শ’ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এসময় ২৫ জেলেকে আটক করা হয়। মাছগুলো বিভিন্ন এতিম খানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। ট্রলার দু’টি ২ লাখ ৭৫ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেয়া হয় এবং জব্দ জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৭
আরএ