দেশটির রাজধানী দোহার অদূরে সেন্ট্রাল মার্কেটের মিষ্টি মেলা রেস্তোরাঁয় শুক্রবার (০৩ নভেম্বর) রাতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তারা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।
সংগঠনের নেতা ফরহাদ হোসেন মানিকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নিউ সানাইয়া ধানসিড়ি বিএনপির সভাপতি মোকাররম আলী চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার ধানসিড়ি-বিএনপির আহ্বায়ক মো. শহীদুল হক।
আর বিশেষ অতিথি ছিলেন ধানসিড়ি বিএনপির সাবেক সভাপতি মো. আবু সায়েদ, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পেয়ার মোহাম্মদ, সদস্য সচিব শরীফুল হক সাজু, যুগ্ম-আহ্বায়ক মকবুল হোসেন, মেজবাউল করিম বাবলা ও সিনিয়র সদস্য অধ্যাপক এ কে এম আমিনুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমএ/