ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ঢাকা: ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে শনিবার (০৪ নভেম্বর) দেশের বিভিন্ন জেলায় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। বাংলানিউজের স্টাফ, ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর।

যশোর: ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে ৪৬তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

এদিন বেলা ১১টায় শহরের ঐতিহাসিক টাউন হল ময়দান প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন।


 
পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। পরে আলোচনা সভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন- জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শফিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- সামাজিক উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক ডক্টর আঞ্জেলা গমেজ।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ৪৬তম জাতীয় সমবায় দিবসে র‌্যালি করেছে জেলা প্রশাসক ও সমবায় বিভাগ।

দুপুরে চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নারায়ণগঞ্জের বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নেন। এরআগে জেলা প্রশাসক রাব্বি মিয়া ও জেলা সমবায় সমিতির চেয়ারম্যান আবুল কাশেম পতাকা উত্তোলন করে দিবসটির উদ্বোধন করেন।

বরিশাল: ‘উন্নয়নমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ স্লোগানে বরিশালে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

সকালে নগরের বগুড়ারোডস্থ সমবায় অফিস থেকে একটি র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম। পরবর্তীতে সার্কিট হাউজের ধানসিঁড়ি সভাকক্ষে বরিশাল সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি তারিক বিন ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম।

বগুড়া: জাতীয় সমবায় দিবস উপলক্ষে বগুড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বগুড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলুর সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। এছাড়া আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. অধ্যাপিকা হোসনে আরা, জেলা সমবায় কর্মকর্তা মো. নুরুন্নবী প্রমুখ।

লক্ষ্মীপুর: ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও লক্ষ্মীপুর সমবায় দফতরের আয়োজনে সকালে রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর শওকত হোসেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চাকমা, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ও জেলা সমবায় কর্মকর্তা মেহের উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নীলফামারী: নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।

চাঁদপুর: ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়ে ৪৬তম জাতীয় সমবায় দিবস চাঁদপুরে পালন করা হয়েছে।
 
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল।

উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা।

গোপালগঞ্জ: ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে গোপালগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সকালে জেলা সমবায় ব্যাংকের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা সমবায় ব্যাংক চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড ও জেলা সমবায় বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন। জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) হোসেন মো. রায়হান, জেলা সমবায় কর্মকর্তা ফায়েকউজ্জামান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমিন, ভেন্নাবাড়ী দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি সন্ধ্যা রানী বালা প্রমুখ।

ঝিনাইদহ: ঝিনাইদহে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা. কানিজ হোসেন জাহান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলাম, জেলা সমবায়ের চেয়ারম্যান হাজী আব্দুল গফুর, জেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার জাফর ইকবাল।  

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

সকালে জেলা সমবায় কার্যালয় থেকে র‌্যালি হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমবায় কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা বহুমখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. হুমায়ুন কবির।

জেলা সমবায় কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, মুক্তিযোদ্ধা ও সমবায়ী মো. আসাদউল্লাহ, জেলা সমবায় কর্মকর্তা কাজী আবুল এহসান।

নওগাঁ: নওগাঁয় ৪৬তম সমবায় দিবসে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  

সকালে সমবায় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সমবায় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা সমবায় কার্যালয়ের সামনে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- নওগাঁ সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এছাড়াও নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেনসহ স্থানীয় সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।  

নেত্রকোনা: ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নেত্রকোনায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।  

দুপুরে জেলা পাবলিক হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খালিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।  

এছাড়াও বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, বিশিষ্ট সমবায়ী মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন খান ও জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মো. হাবিবুর রহমান সিদ্দিকী প্রমুখ।

পাবনা: ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে পাবনায় র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সমবায় র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।

পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের সভাপতি আব্দুল বারী বাকী, জেলা সমবায় কর্মকর্তা শাহীনুর রহমান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মামুন প্রমুখ।

রাজবাড়ী: ‘সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজবাড়ীতে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও জেলার সমবায়ীবৃন্দদের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। দিনটি উপলক্ষে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে একটি র‌্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. শওকত আলী ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতেহ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলার বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।  

সভায় প্রধান অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, সমবায় বিষয়ক কর্মকর্তা সোলায়মান মিয়া প্রমুখ।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র‌্যালি বের হয়ে
শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে শিল্পকলা একাডেমির হাসান রাজা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সিভিল সার্জন আশুতোষ দাস, বিআরডির উপ-পরিচালক শামছুল ইসলাম, চন্দ্র মল্লিকা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মিজানুর হক সরকার, জেলা সমবায় কর্মকর্তা ছাদেক মিয়া, সদর উপজেলা সমবায় অফিসার মতিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।