ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
রাজশাহীতে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ‘কৃমিনাশক ঔষধ সেবন করি, কৃমিমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় রাজশাহীতেও শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। 

শনিবার (০৪ নভেম্বর) সকালে নগরীর ৩নং ওয়ার্ডের ডিবি আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

অনুষ্ঠানে জানানো হয়, নগরীর ৪৩১টি স্কুলের প্রায় ৯৬ হাজার ৩০০ শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করছে রাজশাহী সিটি করপোরেশন।

 

করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, করপোরেশন এলাকায় ৯ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।  

নগরীর প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫-১২ বছর বয়সী শিক্ষার্থী এবং দ্বিতীয় ধাপে ১৬-২৩ নভেম্বর মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয়ে ১২-২৬ বছরের শিক্ষার্থীদের একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।  

তিনি জানান, সুস্থ ও স্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিশুকে অবশ্যই বছরে দুইবার কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে। কৃমি দেহকে পুষ্টিহীন ও রক্তস্বল্পতায় পরিণত করে তাই অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন।  

এই ট্যাবলেটে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই জানিয়ে ডা. আঞ্জুমান আরা বলেন, প্রথমদিন সুষ্ঠুভাবে ট্যাবলেট বিতরণ কর্মসূচি শেষ হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।