শনিবার (০৪ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা খাতুনের আদালতে ১৬৪ ধারায় তিনি এ জবানবন্দি দেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, ১৭ অক্টোবর উপজেলার চামলতলী পাহাড়ের টিলায় গাছ থেকে চালতা ফল পাড়ার নিয়ে বিরোধের জের ধরে শাহিনকে হত্যা করেন মাঈনুদ্দিন।
শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
টিএ