ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন তারা মিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন তারা মিয়া

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. তারা মিয়া ১৩ হাজার ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. চান মিয়া (১২ হাজার ৬৯৪ ভোট)।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নাজিম উদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আরও দুই প্রার্থী মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া পেয়েছেন ৩ হাজার ৭৬০ ভোট এবং রমিজ আলী পেয়েছেন ১ হাজার ৭৩ ভোট।

গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন ইসলামী ঐক্যজোটের প্রার্থী সিহাব আহমেদ সাকিব। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় পদটি শূন্য হলে এ উপ-নির্বাচনের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।