শনিবার (০৪ নভেম্বর) বিকেলে উপজেলার আত্রাই নদীর ফেরিঘাট এলাকায় এ নৌকা বাইচের আয়োজন করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক নিজ উদ্যাগে এ নৌকা বাইচের আয়োজন করেন।
বিকেল পৌনে ৩টার দিকে শুরু হয় নৌকা বাইচ, চলে সন্ধ্যা পর্যন্ত। নদীর স্রোতের মধ্যে বাদ্যযন্ত্রের ঝংকার আর মাইকে চটকদার গানে মুখরিত হয়ে ওঠে আত্রাই নদীর দুই তীর।
নৌকা বাইচ দেখতে ছোট ছোট নৌযান, শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় করে স্বজনদের নিয়ে আসেন অনেকই। নদীর দুই তীরের সড়কে, বাড়ির ছাদ এবং আত্রাই নদীর ব্রিজের উপর ওঠে এ নৌকা বাইচ উপভোগ করেন চলনবিলের লাখো মানুষ।
নৌকা বাইচে পাবনার রয়েল বেঙ্গল টাইগার দল বিজয়ী হয় এবং যৌথভাবে রানার্স আপ হয় সিংড়া উপজেলার সোনার বাংলা ও সোনারতরী দল। নৌকা বাইচ শেষে ফেরিঘাটে নির্মিত মঞ্চ থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।
এসময় প্রতিমন্ত্রী বলেন, চলনবিলবাসীর প্রাণের উৎসব নৌকা বাইচ। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের অন্যতম স্মারক ও বিল এলাকার মানুষের প্রাণের নৌকা বাইচ উৎসবের মাধ্যমে বাঙালি ঐতিহ্যকে ধরে রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ মাহমুদের সভাপতিত্বে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ,নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
আরবি/