শনিবার (০৪ নভেম্বর) সকালে বঙ্গোপসাগরের তীরে লক্ষাধিক পুণ্যার্থী রাস পূর্ণিমা তিথিতে পুণ্যস্নানে অংশ নেন।
এ সময় প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দসহ বাগেরহাট জেলা প্রশাসনের কর্মকর্তারা পুণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে দুবলার চরে বঙ্গোপসাগরের তীরে যান।
এই উৎসবে অংশ নেয়া সাতক্ষীরার পদ্মপুকুরের তীর্থযাত্রী উত্তম কুমার মণ্ডল বাংলানিউজকে বলেন, দুবলার চরের সাগর মেলা (রাস উৎসব) দেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, সাতক্ষীরা, বরগুনাসহ বিভিন্ন জেলার মানুষের প্রাণের উৎসব। এ যেনো সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব বন্ধন। এখানে সব ধর্মের মানুষ আসেন। এবারও লক্ষাধিক মানুষ এই উৎসবে অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
টিএ