শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী উপজলার চর গোরকমন্ডল আনন্দ বাজার এলাকায় এ দু’জনকে পাকড়াও করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ দু’জন হলেন- লালমনিরহাট সদর উপজলার সাপটানা গ্রামের মৃত মোহাম্মদ আলী পাটায়ারীর ছেলে শামিম রেজা (৪০) এবং একই উপজেলার ইটাপাতা গ্রামের মৃত আব্দুল গনির ছেলে এসরাইল হাসান (৩৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই ব্যক্তি মদ পান করে অানন্দ বাজারের রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসময় পথচারী ও বাজারের লোকজন তাদের পাকড়াও করে পুলিশে খবর দেয়। পরে ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে দু’জনকে ধরে যান।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, আটক দু’জনকে রোববার (৫ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এফইএস/এইচএ