শনিবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- নাটোর জেলার লালপুর উপজেলার নবীনগর গ্রামের ছাইদুর রহমান (৪০), খইমুদ্দিন (৬০), সিরাজগঞ্জের রায়য়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের ইসমাইল (২২) একই উপজেলার ভূয়াগাঁতী গ্রামের শাহীন (২২), রাজশাহী জেলার বাঘা উপজেলার আসাদুল (২৫), রাশেদুল (২৮) ও আসাদুল (১৮)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ‘ঈশ্বরদী এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে দেড়ঘণ্টা পর রেশনিং পদ্ধতিতে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হলে যানজট কমে আসে।
এদিকে দুর্ঘটনায় আহত রাশেদুল বাংলানিউজকে জানান, ওই পরিবহণের চালক গাড়ির স্টিয়ারিং এক হাতে ধরে দফায় দফায় মোবাইল ফোনে কথা বলতে থাকেন। এসময় যাত্রীরা নিষেধ করলেও চালক তা শোনেন নি। পরে ঝাঐল ওভারব্রীজ এলাকায় আসার পর একইভাবে মোবাইলে কথা বলার সময় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসআরএস