প্রচলিত প্রথার উল্টোরথের এ চিত্র যশোরের অভয়নগর ভূমি অফিসে। অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি) মনদীপ ঘরাইয়ের উদ্ভাবন ও উদ্যোগে গড়ে তোলা হয়েছে ভূমি বিষয়ক জ্ঞানের পাঠশালা ‘বীজতলা’।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম মাহামুদুর রহমান বাংলানিউজকে বলেন, অধিকাংশ মানুষের ভূমি বিষয়ক জ্ঞানের ঘাটতি রয়েছে। মনদীপের এ উদ্যোগ সে ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।
ভূমি পাঠশালার শিক্ষার্থী পার্থ প্রতীম সুর বলেন, দেশের অধিকাংশ শিক্ষিত মানুষও ভূমি সংক্রান্ত নিয়ম-কানুনে একেবারেই অজ্ঞ, এজন্য নানা হয়রানির শিকার হতে হয়। তবে অভয়নগরবাসী এ উদ্যোগে অনেকে উপকৃত হবে। আমাদের ভূমি অফিসে অনেক উদ্ভাবনের মধ্যে এটাই আমার কাছে সেরা- যোগ করেন তিনি।
এ উদ্যোগের বিষয়ে উদ্ভাবক মনদীপ ঘরাই বাংলানিউজকে বলেন, আমার কাছে আসা অধিকাংশ সেবাগ্রহীতাদের ভূমি নিয়ে যথেষ্ট অস্পষ্টতা দেখেছি এ কয় মাসে। তাছাড়া, তরুণরা তো ভূমির বিষয়টাকে রীতিমত ভয়ই পায়। এ অভিজ্ঞতা থেকেই উদ্যোগটা নেয়া। শুধু আমি নয়, ভূমি অফিসের প্রতিটি স্টাফই বীজতলায় পাঠদান করাবে। আর, মানুষ ভূমির বিষয়ে সচেতন হলে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত হবে বলেই আমার বিশ্বাস। ‘বীজতলা’ তে ক্লাসগুলোর সময়কাল রাখা হয়েছে দশ মিনিট, যাতে তা অফিসের নিয়মিত কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে। অফিসের কর্মদিবসগুলোতেই শুধু এ সেবা নিতে পারবে ভূমিজ্ঞান প্রত্যাশীরা।
এর আগে এসিল্যান্ড মনদীপ ঘরাই ভূমি হটলাইন নম্বর চালু, অফিসের সামনে বড় হরফে লেখা, আমি ও আমার অফিস ঘুষমুক্ত ব্যানার টানিয়ে ভূমি অফিসকে শতভাগ দুর্নীতিমুক্ত ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক থিমপার্ক স্বাধীনতা অঙ্গন গড়ে তোলা, বজ্রপাত প্রতিরোধে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অভয়নগরে চার লক্ষাধিক তাল বীজ রোপন, মাদকবিরোধী খেলা এবং বন্যা এলাকার পানি নিষ্কাসনে হাজারো এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে নিজেই খালে নেমে কচুরিপানা তুলে গোটা অভয়নগরের জনগণের আপনজনে পরিণত হয়েছেন। অভয়নগরের ৮ মাসের কর্মকালে তিনি মানুষকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছেন, ভূমি অফিসে ঘুষ ছাড়া সব কাজই সম্ভব এবং জনগণ সচেতন থাকলে কোনভাবেই ঘুষ বাণিজ্য সম্ভব না।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
ইউজি/এসএইচ