ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার কয়রায় বিএনপির ৯ নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
খুলনার কয়রায় বিএনপির ৯ নেতাকর্মী আটক

খুলনা: খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সভাপতিসহ বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (০৪ নভেম্বর) রাত ৯টায় উপজেলার মহেশ্বরীপুর এলাকার বাবুরাবাদ গ্রাম থেকে তাদের আটক করে কয়রা থানা পুলিশ।

আটকরা হলেন- কয়রা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম সানা,পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জিএম আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক জিএম আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন ডাবলু, খুলনার মির্জাপুর রোডের তাজ উদ্দীন আহাম্মেদ, হাজি মোহসিন রোডের শেখ জাহিদুল বারী, নুতুন বাজার রূপসা স্ট্যান্ড রোডের কাজী হাবিবুর রহমান, হাজি মোহসিন রোডের শেখ তানভীর বারী ওরফে হাকিম ও রূপসার বিকাশ মিত্র।

 

কয়রা থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বাংলানিউজকে জানান, শনিবার রাতে ওই গ্রামে উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলামের বাড়িতে জেলা ও উপজেলা বিএনপির শতাধীক নেতাকর্মী সরকার বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ি ঘেরাও করে ৯ জনকে আটক করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়।  

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।