ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে শ্রীলংকার সমর্থন চায় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
রোহিঙ্গা ইস্যুতে শ্রীলংকার সমর্থন চায় বাংলাদেশ শ্রীলংকান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার 

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে শ্রীলংকার সমর্থন চায় বাংলাদেশ। ঢাকায় ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনে অংশ নেয়া শ্রীলংকান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে এ সমর্থন চেয়েছেন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। 

শনিবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বি-পাক্ষিক বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

এদিকে রোববার (০৫ নভেম্বর) এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সম্মেলনে অংশ নেয়া শ্রীলংকা প্রতিনিধি দলের নেতা ও সেদেশের ডেপুটি চেয়ারম্যান অব কমিটিজ সেলভাম আধকালানাদান এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে।  

বৈঠকে ডেপুটি স্পিকার বলেন, মিয়ানমারের এ জাতিগত নিধন বিশ্বের যেকোনো দেশে সংঘঠিত গণহত্যার চেয়ে বড় আকার ধারণ করেছে। বাংলাদেশ এ সমস্যার দ্রুত সমাধান চায়। রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে সে দেশে নিঃশর্তভাবে ফিরিয়ে নিতে হবে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে  যেভাবে বাংলাদেশ বিশ্ব নেতাদের সমর্থন পেয়েছে ‘সিপিএ’ সম্মেলনেও বিশ্ব নেতারা বাংলাদেশের পক্ষে তাদের অকুণ্ঠ সমর্থন থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শ্রীলংকার প্রতিনিধি দলের সদস্য দেশটির শিক্ষা প্রতিমন্ত্রী রাধাকৃষ্ণ ভেলুসামি ডেপুটি স্পিকারের এ আহ্বানে সাড়া দিয়ে বলেন, শ্রীলংকাও চায় রোহিঙ্গা সমস্যার সমাধান হোক।  

শান্তিতে নোবেল জয়ী অং সান সুচির মত নেতার দেশে এমন গণহত্যা কাম্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসএম/এএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।