ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরের লালপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
নাটোরের লালপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় সোনামনি (৯) নামে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি বর্তমানে নাটোর হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার রামকৃষ্ণপুর পর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে নাটোর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) মূল পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

সোনামনি ওই গ্রামের আসাদুল মন্ডলের মেয়ে ও বালিতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

শিশুটির বাবা আসাদুল মন্ডল অভিযোগ করে বাংলানিউজকে জানান, শনিবার বিকেলে তার মেয়ে বাড়ির পাশের মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে ওই গ্রামের জেসের দালাল ওরফে মন্টু কসাইয়ের বখাটে ছেলে মিন্টু ওরফে ভোলা (২৮) তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে নিপীড়ন চালায়।  

এসময় মেয়ে (সোনামনি) চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। এতে ভোলা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতালের গাইনী বিভাগের কর্তব্যরত সেবিকা (নার্স) রেবেকা সরকার বাংলানিউজকে জানান, ডাক্তারি পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে রাখা হয়েছে। রোববার মূল পরীক্ষার পর প্যাথলজি রির্পোট পেলেই জানা যাবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা। তবে প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলেও তিনি জানান।
 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, লোক মুখে এ ঘটনা শুনেছেন। তবে এখনও থানায় কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।