ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাদাছড়ি পেলেন রাজশাহীর ১০০ দৃষ্টিপ্রতিবন্ধী 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
সাদাছড়ি পেলেন রাজশাহীর ১০০ দৃষ্টিপ্রতিবন্ধী  দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ

রাজশাহী: রাজশাহীর ১শ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে একটি করে সাদাছড়ি দিয়েছে জেলা পরিষদ। 

রোববার (৫ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দফতরে আনুষ্ঠানিকভাবে এ সাদাছড়ি বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

পরে তিনি জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা রাজশাহী শাখার সদস্য ১শ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির হাতে সাদাছড়ি তুলে দেন।  

এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বাইরের কেউ নয়। তাই তাদের কল্যাণে সমাজের সব মানুষকেই এগিয়ে আসতে হবে। এমন চিন্তা থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সুবিধার জন্য জেলা পরিষদ তাদের মাঝে সাদাছড়ি বিতরণ করছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা ও জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার রাজশাহী শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।