ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
আদিতমারীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ আদিতমারীতে ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার (০৫ নভেম্বর) দুপুরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিপ্লব কুমার মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য অফিসার ফারাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এমএম জামান শাহীন।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলার ৭৯৫ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।