ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উৎপলের সন্ধান দাবিতে সোমবার সাংবাদিকদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
উৎপলের সন্ধান দাবিতে সোমবার সাংবাদিকদের মানববন্ধন ডিআরইউ চত্বরে আয়োজিত মানববন্ধন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাংবাদিক উৎপল দাসের সন্ধান দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবেন আওয়ামী লীগ বিটের সাংবাদিকরা। সোমবার (০৬ নভেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করবেন তারা।

রোববার (৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আয়োজিত মানববন্ধনে এ কথা জানান ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক ও জিটিভির চিফ রিপোর্টার রাজু আহমেদ।

সাংবাদিক উৎপল দাস নিখোঁজ হওয়ার পর থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য রাখেন- ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) নেতা অমিয় ঘটক পুলক প্রমুখ।

গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন উৎপল দাস।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।