ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
দৌলতপুরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

কুষ্টিয়া: কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উজ্জ্বল হোসেন (২৫) নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

শনিবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
 
সীমান্তবর্তী স্থানীয়রা জানায়, সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের একদল লোক রাতে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল।

এসময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মরুটিয়া থানার ৪৩ বিএসএফ’র অধীনে রানীনগর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয় উজ্জ্বল হোসেন। সঙ্গীরা তাকে উদ্ধার করে অজ্ঞাত একটি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে। উজ্জ্বল উপজেলার জামালপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

রোববার (০৫ নভেম্বর) দুপুরে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান শনিবার রাতে সীমান্ত এলাকায় গুলিবর্ষণের শব্দ শুনেছেন নিশ্চিত করে বলেন, এ ধরনের ঘটনায় সাধারণত যারা আহত বা নিহত হয় তারা অসৎ উদ্দেশে বা কোনো অপরাধ সংঘটনে সেখানে যাওয়ায় পরবর্তীতে আমাদের কাছে নিজেরাই ভয়ে আসে না। সে কারণে সঠিক তথ্য পেতেও আমাদের অসুবিধা হয়। তবে এ ঘটনার তথ্যানুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে।

এর আগে ৮ অক্টোবর রাতে একই ধরনের ঘটনায় জামালপুর সীমান্তের ১৫২/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় উপজেলার জামালপুর গ্রামের মুবার হোসেনের ছেলে বুলবুল হোসেন (২৪) নামে এক যুবক আহত হলে তাকে মথুরাপুর কোহিনুর নাসিং হোম নামের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। পরদিন ওই ক্লিনিকের সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করেছিল দৌলতপুর থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।