শনিবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
সীমান্তবর্তী স্থানীয়রা জানায়, সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের একদল লোক রাতে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল।
রোববার (০৫ নভেম্বর) দুপুরে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান শনিবার রাতে সীমান্ত এলাকায় গুলিবর্ষণের শব্দ শুনেছেন নিশ্চিত করে বলেন, এ ধরনের ঘটনায় সাধারণত যারা আহত বা নিহত হয় তারা অসৎ উদ্দেশে বা কোনো অপরাধ সংঘটনে সেখানে যাওয়ায় পরবর্তীতে আমাদের কাছে নিজেরাই ভয়ে আসে না। সে কারণে সঠিক তথ্য পেতেও আমাদের অসুবিধা হয়। তবে এ ঘটনার তথ্যানুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে।
এর আগে ৮ অক্টোবর রাতে একই ধরনের ঘটনায় জামালপুর সীমান্তের ১৫২/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় উপজেলার জামালপুর গ্রামের মুবার হোসেনের ছেলে বুলবুল হোসেন (২৪) নামে এক যুবক আহত হলে তাকে মথুরাপুর কোহিনুর নাসিং হোম নামের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। পরদিন ওই ক্লিনিকের সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করেছিল দৌলতপুর থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৭
আরএ