রোববার (০৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে অ্যাডভোকেট মোশারফ হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ফয়সাল ওই গ্রামের আকামত হোসেনের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ফয়সাল তার চাচা মোশারফ হোসেনের বাড়ির ধানের গোলার নিচে লাল টেপে পেঁচানো একটি বস্তু দেখে লাঠি দিয়ে নাড়া দেয়। এসময় সেটির বিস্ফোরণ ঘটলে ফয়সালের মুখ ও পিঠের কিছু অংশ দগ্ধ হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়ায় নেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনটি/এসআই