রোববার (০৫ নভেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় জেলার চারটি থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পরোনয়ানাভুক্ত জিআর মামলায় ২২ জন, সিআর মামলায় ১২ জন, সাজাপ্রাপ্ত ৪ জন, মাদক মামলায় ৪ জন ও বিভিন্ন ধারায় আরো ২ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযানকালে ৬৬ পিস ইয়াবা ও চার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ অভিযান নিয়মিত চলবে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
টিএ